

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, খাইরুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন কিংবা সাংগঠনিক বিষয়ে কোনো ধরনের সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হলো না। দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে মনোনয়ন দেওয়া হয়। তবে জোট ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
মন্তব্য করুন
