শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে দল থেকে বহিষ্কার
expand
মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, খাইরুল ইসলাম ঠাকুরের সঙ্গে কোনো পর্যায়ের নেতা-কর্মীকে নির্বাচন কিংবা সাংগঠনিক বিষয়ে কোনো ধরনের সম্পর্ক রাখার অনুমতি দেওয়া হলো না। দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে মনোনয়ন দেওয়া হয়। তবে জোট ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর মনোনয়নপত্র প্রত্যাহার না করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X