শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সারে আক্রান্ত নাসিমা বাঁচতে চায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
কটিয়াদী উপজেলার বিধবা নাছিমা বেগম (৪৩)।
expand
কটিয়াদী উপজেলার বিধবা নাছিমা বেগম (৪৩)।

দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার হতদরিদ্র বিধবা নাছিমা বেগম (৪৩)। তিনি কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছেন। সম্প্রতি বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শাহ আলম সরকার, ঢাকার ইবনে সিনা হাসপাতাল এবং ডেলটা হাসপাতাল লিমিটেডে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ডেলটা হাসপাতাল লিমিটেডে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তানজিরা আক্তার নিতুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা চালিয়ে যাওয়া নাছিমার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

নাছিমার ছেলে মো. বাদল মিয়া জানান, আমার বাবা প্রায় দুই বছর আগে মারা গেছেন। মা-ই এখন আমার একমাত্র আশ্রয়। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো মায়ের কেমোথেরাপি শুরু করতে পারিনি। ইতোমধ্যে চিকিৎসায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে আরও ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। এই অর্থ জোগাড় করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমাদের কোনো সহায়-সম্পদ নেই। দেশবাসীর সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে। মা সুস্থ হয়ে উঠলে একটি পরিবার বেঁচে যাবে।

এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় নাছিমা বেগমের চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি।

বর্তমানে ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সারের মতো রোগের চিকিৎসা চালানো তাদের জন্য চরম কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এমতাবস্থায় নাছিমার ছেলে বাদল মিয়া সমাজের বিত্তবান ও সর্বস্তরের মানুষের কাছে তার মায়ের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা: নাছিমা বেগম, মোবাইল নম্বর: ০১৩০৭-৬৫৭৪৯৭(পার্সোঃ)বিকাশ ০১৭১৮-১১৫০৫২ বিকাশ,সঞ্চয়ী হিসাব নম্বর ০১৭৯১১১০০০০০২৬১ উত্তরা ব্যাংক, কটিয়াদী শাখা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X