

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট ও ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব সিগারেট ও গাঁজার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ৫০০ টাকা।
বুধবার(১২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের দুই নং জিপি গেটে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪৫ হাজার প্যাকেট “মনস্টার” সিগারেট এবং ৪৭ হাজার প্যাকেট “সিজার” সিগারেটে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় দৌলতপুরের মথুরাপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং একই দিন রাত ১২টা ১০ মিনিটের সময় বকুলতলা মাঠ থেকে ভারতীয় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত কাভার্ড ভ্যানসহ অবৈধ সিগারেট বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
