শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে জোটের অভিযোগে বাজিতপুরে এনসিপি নেতার পদত্যাগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
বাজিতপুরে এনসিপি নেতার পদত্যাগ
expand
বাজিতপুরে এনসিপি নেতার পদত্যাগ

জামায়াতের সঙ্গে গোপন ও স্বার্থনির্ভর রাজনৈতিক জোট গঠনের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. শাহীন আলম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) লিখিত পদত্যাগপত্রের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তার এই পদত্যাগকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এবং দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

পদত্যাগপত্রে শাহীন আলম অভিযোগ করেন, এনসিপি তাদের ঘোষিত জুলাই আন্দোলনের মূল চেতনা ও আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছে। তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ত্যাগের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক শক্তি আজ গোপন দরকষাকষির রাজনীতিতে জড়িয়ে পড়েছে।

তার দাবি, জামায়াতের সঙ্গে এই জোট গঠনের বিনিময়ে দলের শীর্ষ নেতৃত্ব আসন ও অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে, যা নৈতিকতা ও রাজনৈতিক শুদ্ধতার পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন, নীতি, আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলে যে রাজনীতির যাত্রা এনসিপি শুরু করেছিল, বর্তমানে দলটি তার সম্পূর্ণ বিপরীত ধারায় প্রবাহিত হচ্ছে। আদর্শের পরিবর্তে ক্ষমতার অঙ্ক কষা এবং সংগ্রামের বদলে আসনভিত্তিক সমঝোতাই এখন দলের রাজনীতির মূল বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শাহীন আলম পদত্যাগপত্রে আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনকে কুক্ষিগত করে শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং ত্যাগের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, এ ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত রাখা আমার বিবেক ও দায়িত্ববোধের সম্পূর্ণ পরিপন্থী।

পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, ৬ জানুয়ারি থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে চূড়ান্তভাবে সরে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে দলের কোনো সিদ্ধান্ত, কর্মসূচি বা কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা থাকবে না।

এ বিষয়ে এনসিপি বাজিতপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী রাহাঙ্গীর আলম মান্না বলেন, শাহীন আলমের পদত্যাগপত্রটি তার কাছে অনানুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে এবং তারা এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X