শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় অতিরিক্ত শীতে ভিন্ন প্রজাতির পাখির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
মারা যাওয়া পাখি
expand
মারা যাওয়া পাখি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া এলাকায় অতিরিক্ত শীতের কারণে একাধিক পাখির মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবাড়ীয়া এলাকার কাঁঠাল ও আমগাছগুলোতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির ছোট-বড় পাখি বসবাস করে আসছে। তবে সাম্প্রতিক কয়েকদিনের প্রচণ্ড শীতের কারণে ওইসব গাছ থেকে পড়ে চড়ুইসহ বিভিন্ন ছোট পাখির মৃত্যু হচ্ছে।

মঙ্গলবাড়ীয়া গ্রামের বাসিন্দা নিলয় মিয়া জানান, বুধবার (৭ জানুয়ারি) ভোরে তিনি তার ঘরের পাশে একটি কাঁঠাল গাছ থেকে কিছু পড়ে যেতে দেখেন। পরে গাছের নিচে গিয়ে দেখতে পান, একাধিক পাখি মরে পড়ে আছে। এ সময় দুটি পাখি জীবিত থাকলেও তারা উড়তে পারছিল না। তিনি পাখি দুটিকে গরম কাপড় দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোও মারা যায়।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর বলেন, কী কারণে পাখিগুলো মারা গেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত শীতের প্রভাব অথবা কোনো সংক্রমণজনিত রোগের কারণেও পাখিগুলোর মৃত্যু হতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X