শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নিখোঁজ বিধবা নারী, দুশ্চিন্তায় দুই সন্তান ও স্বজনরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
মোছাঃ মাকসুদা আক্তার (৩০)
expand
মোছাঃ মাকসুদা আক্তার (৩০)

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মানসিক সমস্যায় আক্রান্ত এক বিধবা নারী প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারীর নাম মোছাঃ মাকসুদা আক্তার (৩০)। তিনি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর ভিটাপাড়া গ্রামের বাসিন্দা লাল মিয়া ভূঁইয়ার বোন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদা আক্তার দুই সন্তান নিয়ে একাই সংসার চালাতেন। প্রায় আট বছর আগে তার স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে মানসিক সমস্যায় আক্রান্ত হন। তার দুই ছেলে সন্তান বর্তমানে একটি মাদ্রাসায় অধ্যয়নরত। মায়ের অনুপস্থিতিতে তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

গত ১৭ ডিসেম্বর বুধবার বিকেলে মাকসুদা আক্তার কটিয়াদী উপজেলার গচিহাটা পশ্চিম পুরুড়া গ্রামে অবস্থিত স্বামীর বাড়ি থেকে বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো যোগাযোগও হয়নি।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পরিবার গভীর উদ্বেগে রয়েছে। বিশেষ করে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করা হয়েছে। কেউ যদি মাকসুদা আক্তারের সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে তার বড় বোন সালমা আক্তারের মোবাইল নম্বর ০১৭৯৮৬৭০৩৭১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X