বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় মাহবুব জিয়া হত্যাকাণ্ড, নিরাপত্তার দাবি পরিবারের

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
হত্যাকাণ্ডের শিকার মাহবুব জিয়ার পরিবার
expand
হত্যাকাণ্ডের শিকার মাহবুব জিয়ার পরিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে মাহবুব জিয়া (৪০) হত্যার ঘটনায় দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

বুধবার (২৬ নভেম্বর) রাতে জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা (মুনিয়ারিকান্দা) গ্রামের চরকাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার আগে পরিবারের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। এসময় নিহতের ভাই ও মামলার বাদী নাছির উদ্দিন, স্ত্রী তানিয়া, বাদল মিয়াসহ স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে বাড়ি নির্মাণের সময় তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৩ নভেম্বর বিকেল ৫টার দিকে মুনিয়ারিকান্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে চরকাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইলিয়াস মিয়া (৪৫), ফরহাদ মিয়া (৩৫), সামাদ (২৫), তানভির (২২), সুরমা আক্তারসহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মাহবুব জিয়া, রফিক ও সায়িমের ওপর হামলা চালায়।

স্বজনদের অভিযোগ, সন্ত্রাসীরা চাপাতি, রামদা, লোহার রড, ইট ও লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনজনই গুরুতর আহত হন। প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মাহবুব জিয়া মারা যান। আহতদের একজন এখনও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

হামলায় বাধা দিতে গেলে হুমাইরা, তানিয়াসহ আরও কয়েকজন আহত হন। পরিবারের অভিযোগ, হামলার পর সন্ত্রাসীরা প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়ে যায়।

ঘটনার পর নাছির উদ্দিন বাদী হয়ে বুধবার পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দেন, যা পরে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়।

পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান, ঘটনার পর এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নিহত মাহবুব জিয়ার পরিবার হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন