শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াদুদ ভূইয়া: ফ্যাসিস্ট শাসনকে পুনর্বাসনের চেষ্টা চলছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া
expand
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া

বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, ফ্যাসিস্ট ধাঁচের রাজনীতিকে আবারও টিকিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা প্রতিহত করতে হবে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ১৭ বছর পর মাটিরাঙ্গায় প্রকাশ্যে বড় কোনো সমাবেশে বক্তব্য রাখলেন তিনি।

ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির মূল লক্ষ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। দীর্ঘদিনের সংগ্রামের মাধ্যমে আজকের পরিস্থিতি এসেছে। শেখ হাসিনার পতন সেই আন্দোলনের ফলাফল। তিনি নেতাকর্মীদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং বলেন, দেশের নিরাপত্তা ও জনগণের ভবিষ্যৎ বিএনপির হাতেই সুরক্ষিত।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন