শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বাস খাদে পড়ে আহত ৯

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ এএম
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি
expand
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ার মাহবুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় শত ফুট নিচে পড়ে যায়। এতে সুপারভাইজার, হেলপারসহ একাধিক যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত যাত্রীদের অভিযোগ, চালক দীর্ঘ পথজুড়ে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এমনকি যাত্রীরা বারবার সতর্ক করলেও তিনি শোনেননি। দুর্ঘটনার সময় চালক ঘুমের ঘোরে ছিলেন বলেও দাবি করেন কয়েকজন যাত্রী।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন, তবে বাসটি জব্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন