

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো ট্যুরিজম পার্কে ভ্রমণে গিয়ে লেকে ডুবে ইসরাফিল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল স্থানীয় কাশিমুল মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি মানিকছড়ি গুচ্ছগ্রামের নজরুল ইসলামের ছেলে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ইসরাফিল তিন সহপাঠীকে নিয়ে কায়াকিং নৌকায় ঘুরছিল। এক পর্যায়ে তিনি নৌকা থেকে লাফিয়ে উঠতে গেলে সেটি উল্টে যায়। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন বলেন, শিশুটিকে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, স্থানীয় স্বেচ্ছাসেবীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানিয়েছেন, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    