

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিদ্বন্দ্বী পক্ষের গুলিতে ইউপিডিএফের তিন কর্মী প্রাণ হারিয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকালে লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। সংগঠনের জেলা পর্যায়ের নেতা অংগ্য মারমা জানিয়েছেন, তারা এলাকায় সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ এখনও মরদেহ উদ্ধার করতে পারেনি।
ইউপিডিএফ দাবি করেছে, একদল সশস্ত্র হামলাকারী তাদের কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘোষণা দেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    