শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ এএম
চট্টগ্রামের দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে
expand
চট্টগ্রামের দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পার্বত্য চট্টগ্রামের দুটি সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাবুছড়ার নারাইছড়ির জোড়া সিন্ধু কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফের একটি আস্তানায় হামলার পর সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, এতে হতাহতের ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়েছেন এবং চারজন নিহত হওয়ার কথা শোনা গেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

অন্যদিকে, ইউপিডিএফ এক বিবৃতিতে দাবি করেছে—এই সংঘর্ষের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানায়, ইউপিডিএফ একটি রাজনৈতিক সংগঠন, এর কোনো সামরিক শাখা নেই। পাশাপাশি তারা অভিযোগ করেছে, ধর্ষণবিরোধী আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে ষড়যন্ত্রমূলকভাবে এসব প্রচার করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন