শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খালাস পেলেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
expand
খালাস পেলেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া

দীর্ঘদিনের মামলা থেকে অবশেষে খালাস পেলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দেওয়া ২০ বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ তার পক্ষে শুনানি করেন।

২০০৭ সালের মার্চে দুদক মামলাটি দায়ের করে এবং জুনে অভিযোগপত্র জমা দেয়। একই বছরের জুলাইয়ে চট্টগ্রামের বিভাগীয় জজ আদালত তাকে তিনটি ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দেন। অভিযোগ ছিল প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের বিষয়ে। সেই সঙ্গে সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছিল।

দীর্ঘ আপিল প্রক্রিয়া শেষে হাইকোর্টের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং সম্পদ বাজেয়াপ্তের নির্দেশও বাতিল হয়।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী কায়সার কামাল বলেন, ১/১১ সময়কালে বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে ওয়াদুদ ভূঁইয়া সম্পূর্ণ খালাস পেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন