শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের আকিকা অনুষ্ঠানে মারা গেলেন বাবা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:১১ পিএম
expand
মেয়ের আকিকা অনুষ্ঠানে মারা গেলেন বাবা

খাগড়াছড়ির গুইমারায় মেয়ের আকিকার অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (৩০) নামের এক মাইক্রোবাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৭ দিন আগে রুবেল কন্যাসন্তানের বাবা হন। নবজাতকের আকিকা উপলক্ষে বাড়িতে ছিল উৎসবমুখর পরিবেশ। আত্মীয়-স্বজনরা হাজির ছিলেন, রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে ছিল।

এ সময় রুবেল ঘরের গরম কমাতে ফ্যানের সংযোগ ঠিক করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হঠাৎ এমন অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় আনন্দের দিন মুহূর্তেই পরিণত হয় বিষাদে। স্ত্রীসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয়রা মরহুম রুবেলের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন