

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে জুম্ম-ছাত্র জনতা নামে একটি সংগঠন জেলার বিভিন্ন সড়কে অবরোধ চালাচ্ছে।
অবরোধের কারণে জেলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল স্থগিত। প্রশাসন এ পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি রেখেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। অবরোধের তৃতীয় দিনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাজার ও আশপাশের দোকানপাটও বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, “সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা এলাকায় অবরোধকারীদের অবস্থান নেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।”
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এক কিশোরী প্রাইভেট পড়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন। রাত ১১টার দিকে স্বজনরা তাকে অচেতন অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে, যার বিরুদ্ধে আদালত ছয় দিনের রিমান্ড দিয়েছেন। ধর্ষণের প্রতিবাদে জুম্ম-ছাত্র জনতা শনিবার ভোর পাঁচটায় অবরোধ শুরু করে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    