রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একটি ভোটের জন্য হরি হরি হরি বোল দাঁড়িপাল্লা টেনে তোল: বিএনপি নেতা হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ
expand
বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জামায়াতের আলেমগন বিভিন্ন জায়াগায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহবান এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আরোও সর্তক হওয়া দরকার।

কারন আপনারা এখন মন্দিরেও যাচ্ছেন আবার মসজিদেও যাচ্ছেন। মন্দিরে গিয়ে বলছেন পূজা ও রোজা মুদ্রার এপিট আর ওপিঠ। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত। আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত।

‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ এ কথা বলেন তিনি।

তিনি আরোও বলেন, তারা একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল দাড়িপাল্লা টেনে তোল। আমি একটাও মিথ্যা কথা বলছি না এই গুলো সব ইউটিউবে আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, কোথায় দলিল। দলিল পেশ করবেন নাতো ধর্মকে নিয়ে ব্যাবসা করবেন না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে ধানের শীষকে বিজয় করতে চাই এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তারেক রহামনকে প্রধানমন্ত্রী করতে চাই।

যার মধ্য দিয়ে ভারতের সাথে অমিমাংসিত পানি চুক্তি করতে চাই এবং তার পাশাপাশি গঙ্গা ব্যারেজ নির্মানের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবো।

তিনি আরোও বলেন, গঙ্গা ব্যারেজ একটি লাভ জনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৫০ লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হবে।

পদ্মা অববাহিকায় যে ১৬টি নদী মৃত প্রায় সেই নদীগুলো পুনজ্জীবিত করতে পারবো। দক্ষিণঅঞ্চলে যে লবনাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দূর করতে পারবো। ২৬টি জেলায় পানির যে সংকট রয়েছে সেটিও দূর করতে পারবো।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আরেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন