

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ঝিনাইদহের শৈলকূপায় দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী মেয়ে নাজনীনের (১৮) পাশে দাড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন। এ উপলক্ষে আজ (১৪ নভেম্বর) শুক্রবার সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে অসহায় এ পরিবারটির সাথে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন এটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারটির নিকট তারেক রহমাননের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। ১৮ বছর বয়সী প্রতিবন্ধী নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে শিকল বন্দী অবস্থায় রয়েছে। তার পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না । এছাড়াও নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।
সে সময় বিএনপি’র কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৪০টি জেলার বিভিন্ন অসহায় ও জুলাই যুদ্ধে আহত-নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ প্রতিবন্ধী নাজনীনের পাশে এসে দাড়ালেন । আগামীতেও এ ধরনের মানবিক সহায়তার কাজ চলমান রাখবেন তারেক রহমান।
মন্তব্য করুন