

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সম্প্রতি সেলের সদস্যরা দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া ১১২টি মোবাইল ফোন উদ্ধার করেছেন। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯৩ হাজার ২২০ টাকারও বেশি অর্থ প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করছে। তারা ক্লোন ফেসবুক আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হ্যাকিং, টিকটক সংক্রান্ত প্রতারণা ইত্যাদি অপরাধে নজরদারি জোরদার করেছে। একই সঙ্গে স্কুল–কলেজপড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করছে।
পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ (বিপিএম সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত ওটিপি (OTP), পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য যেন কেউ শেয়ার না করেন, সে বিষয়ে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা পুলিশের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন