সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ৫ দফা

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পিএম
ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবস্থান
expand
ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের অবস্থান

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা তাদের ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটের কারণে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

চালকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— ১️। লাইসেন্স নবায়ন ফি কমানো, ২️। নতুন করে লাইসেন্স ইস্যু বন্ধ, ৩️।লাইসেন্সবিহীন গাড়ি চলাচল বন্ধ, ৪️। রুট পারমিটে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ৫️। প্রশাসনিক হয়রানি বন্ধ করা।

চালকদের অভিযোগ, অতিরিক্ত ফি ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

ধর্মঘট চলাকালে শহরের প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ থাকে। চালকরা গাড়ি রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে শহরজুড়ে দেখা দেয় অচলাবস্থা।

রফিকুল ইসলাম নামের এক চালক বলেন, “আমাদের দাবি না মানলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

ধর্মঘটের কারণে বিকল্প বাহন না পেয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্মজীবী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন