বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় বালু শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম
বালু শ্রমিক জালাল জোয়ার্দার
expand
বালু শ্রমিক জালাল জোয়ার্দার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় এক বালু শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড় গাবলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মুরারীদহ গ্রামের বাসিন্দা বালু শ্রমিক জালাল জোয়ার্দার মাহেন্দ্রযোগে নিজ বাড়ি থেকে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের বড় গাবলা এলাকায় পৌঁছালে তিনি মাহেন্দ্র থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান।

এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X