

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই কিশোর আহত হয়।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ শৈলকূপার আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে। এদিকে আহত মোটোরসাইকেল চালক রিবাত আলমডাঙ্গার গ্রামের বাসিন্দা । অপর জনকুষ্টিয়ার হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিতসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,আজ আজ মঙ্গলবার রাত ৮টার দিকে ঝিনাইদহ শেখপাড়া বাজার এলাকা থেকে মোটোরসাইকেল যোগে তিনজন গাড়াগঞ্জ বাজারে পূর্বে ক্রয়কৃত প্যান্ট সাইজে না হওয়া পরিবর্তন করতে যাচ্ছিল দোকানে।
পথিমধ্যে শেখপাড়া তেলপাম্পের কাছে পৌছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয় এবং ট্রাক চালক পালিয়ে যায়। এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়র সার্ভিসে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর মারুফের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিতসক তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে।এক পর্যায়ে আজ রাত১০টার দিকে মারুফের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় ঘাতকচালককে আটক করা যায় নি । তবে ট্রাক আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয় নি।
মন্তব্য করুন