

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকা রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেকার মৃত্যুর ঘটনাকে ঘিরে নগরীতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেত্রী ছিলেন।
কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের ভেতরে মরদেহটি পড়ে ছিল।
আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছানোর পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কেকার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, কেকাকে তার স্বামীর পরিবারের লোকজন হত্যা করেছে। তারা ঘটনাটি গোপন রাখতে চেয়েছিল।
আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি রুমের ভেতরে কেকার মরদেহ, আর দরজার সামনে লিটু হাতে রামদা নিয়ে বসে আছে। কাউকে ঢুকতে দেয়নি। পরে পুলিশ এসে রুম খুলে লাশ উদ্ধার করে।”
পরিবার জানায়, তারা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
ওসি মিজানুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    