মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির-২ আসনে চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম
ঝালকাঠির দুই আসনে ডা. মাহমুদা মিতুসহ চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
expand
ঝালকাঠির দুই আসনে ডা. মাহমুদা মিতুসহ চার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে ডা. মাহমুদা মিতুসহ চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের ফরম জমা দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রার্থীদের সরে দাঁড়ানোর ফলে সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মনোনয়ন প্রত্যাহারের এই সিদ্ধান্ত ভোটের মাঠে নতুন হিসাব-নিকাশ তৈরি করবে এবং প্রার্থীদের শক্তি-সমীকরণে প্রভাব ফেলবে। মনোনয়ন প্রত্যাহারের খবরকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা নতুন মাত্রা পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X