

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে অনুমোদনহীন দোকান ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০ জানুয়ারি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ ও পরিচালনা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে ক্যাম্পাসে যেসব দোকান ও স্থাপনা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ ছাড়া অনুমোদনহীন দোকানগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ক্যাম্পাসে কোনো দোকানে বিদেশি পণ্য, সিগারেট কিংবা নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
