

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে দেওয়া পৃথক দুটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির আদালতে হাজির হয়ে তিনি অভিযোগের জবাব দেন। শুনানি শেষে বিচারক গোলাম রসুল তার ব্যাখ্যা সন্তোষজনক মনে করায় অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
শুনানি শেষে বিষয়টি নিশ্চিত করেন সাবিরা সুলতানা মুন্নীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অব্যাহতি পাওয়ার পর সাবিরা সুলতানা মুন্নী বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা অসত্য প্রমাণিত হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি।”
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ অহেতুক অভিযোগ তুলেছিল। আদালতে সঠিকভাবে বিষয়টি উপস্থাপন করায় প্রার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যশোর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদের দায়ের করা পৃথক দুটি অভিযোগের ভিত্তিতে সাবিরা সুলতানা মুন্নীকে শোকজ নোটিশ দেওয়া হয়। অভিযোগে নারী কর্মীদের ওপর হামলা এবং রঙিন ব্যানার-ফেস্টুন সাঁটানোর বিষয় উল্লেখ করা হয়েছিল। আদালতে জবাব সন্তোষজনক হওয়ায় শেষ পর্যন্ত তাকে অভিযোগমুক্ত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন
