

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে বরফ ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরমপন্থী সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলনার ফুলতলা উপজেলার সাদ্দাম মন্ডলকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে। কপালিয়া বাজারের আলম সরদারের দোতলা ভবন ও হাবিবের মার্কেটের মাঝের কাঁচা রাস্তায়, ঝুম বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রানা প্রতাপ বৈরাগীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশে একাধিক গুলির চিহ্ন এবং গলায় গভীর জবাইয়ের ক্ষত পাওয়া যায়।
নিহতের বাবা তুষার কান্তি বৈরাগী মনিরামপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, কপালিয়া বাজার এলাকা কেশবপুর, অভয়নগর ও মনিরামপুর থানার সীমান্তবর্তী হওয়ায় সেখানে চরমপন্থি ও অস্ত্রধারী গ্রুপের সক্রিয়তা রয়েছে। তার দাবি, পূর্ব বিরোধের জের ধরে চরমপন্থী সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।
যশোর জেলা ডিবি পুলিশ এর এসআই কামরুজ্জামান জানান, মামলার তদন্তের অংশ হিসেবে সাদ্দাম মন্ডলকে রামপাল বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
