

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে প্রেসক্লাব যশোরের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে গণতন্ত্র ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘তরিকুল ইসলামের সন্তান হিসেবে এবং আপনাদের ভাই হিসেবে এমন কোনো কাজ করবো না যাতে মাথা হেঁট হয়ে যায়।’
তিনি আরও বলেন, যশোরের রাজনীতির ঐতিহ্য ছিল সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান। গত দেড় দশকে সেই ঐতিহ্য ধ্বংস করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হতে পারলে সেই ঐতিহ্য পুনরুদ্ধার করে শান্তিপূর্ণ ও উন্নত যশোর গড়ে তোলাই হবে তার প্রধান দায়িত্ব।
নির্বাচনে প্রার্থীদের ঝুঁকি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি মানেই ঝুঁকি। বিগত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছেন। এখন নির্বাচন সামনে রেখে ভয় পাওয়ার সুযোগ নেই। শুধু আপনারা দোয়া করবেন।’
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অমিত বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যশোরের সাংবাদিকরা সবসময় বিএনপির পাশে ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বারবার হামলা ও অবরুদ্ধ অবস্থায় সাংবাদিকদের ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় সভায় যশোর উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান সাংবাদিকরা।
সভায় যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
