

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছেন।
এসময় অবৈধভাবে মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ে যশোরে আসা হচ্ছে।
পরে বিকাল সাড়ে চারটার দিকে যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে বাসটি থামানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের মধ্যে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়।
তার কাছে থাকা এবং পায়ের নিচে রাখা তিনটি স্কুলব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে অধিদপ্তর।
এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে প্রায় ১৫ দিন আগে পৃথক অভিযানে ২৫৬ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়। সেই ঘটনার পর আবারও যাত্রীবাহী বাসে মদ পরিবহনের ঘটনা শনাক্ত করায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মন্তব্য করুন