মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
জেবা তাহসিন
expand
জেবা তাহসিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন পদত্যাগ করেছেন।

রোববার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগপত্রে জেবা তাহসিন লেখেন, আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি।

এই পথচলাটা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। তবে কিছু মাস আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটি স্থগিত করা হয়। আজ পুনরায় কমিটি সচল হওয়ার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।

তিনি আরও লেখেন, এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকবো, হয়তো ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।

জেলা পর্যায়ে তার পদত্যাগকে ঘিরে সংগঠনের বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন