

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতায় নিহতদের স্মরণ ও দোষীদের বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে শহরের পাঁচরাস্তামোড় এলাকায় শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আছিমুল ইসলাম। জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ ও শহর সেক্রেটারি আকন্দ মোকাদ্দেস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠার সহিংসতায় জামায়াতের বহু নেতাকর্মী নিহত হন, যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য কলঙ্কজনক। তারা দাবি জানান, ওই ঘটনার নেপথ্যে যারা ছিল, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
