শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দাওয়াত এড়িয়ে যাওয়ায় জামাইকে মারধর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
expand
ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঈদের দাওয়াতে না যাওয়াকে কেন্দ্র করে এক জামাইকে মারধরের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে ভুক্তভোগীর ভগ্নিপতি ও মা-ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত বুধবার (১১ জুন) দক্ষিণ কাঠারবিল গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কাঠারবিল গ্রামের সুরুজ আলীর ছেলে সাকোয়াত হোসেনের সঙ্গে একই গ্রামের আইয়ুব আলীর মেয়ের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক শিশু সন্তান রয়েছে।

পবিত্র ঈদুল আজহায় শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাই সাকোয়াতকে আমন্ত্রণ জানানো হয়। তবে আগের পারিবারিক বিরোধের কারণে তিনি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ঈদের দুদিন পর, শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য সাকোয়াতের বাড়িতে গিয়ে না যাওয়ার কারণ জানতে চান। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে তারা সাকোয়াতকে বেধড়ক মারধর করে। তার ভগ্নিপতি এগিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করলে তাকেও প্রহৃত করা হয়। সাকোয়াতের মা বাধা দিতে গেলে তাকেও হেনস্তার শিকার হতে হয়। অভিযোগ আছে, হামলাকারীরা ওই সময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করে।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং সামাজিক শৃঙ্খলার পরিপন্থি।

আহত সাকোয়াত হোসেন জানান, শ্বশুরবাড়ির সঙ্গে তার আগে থেকেই সম্পর্কের টানাপোড়েন ছিল। “তারা আমাকে আগেও অপমান করেছে, তাই এবার দাওয়াতে যাইনি। কিন্তু আমার বাড়িতে এসে যেভাবে তারা হামলা করেছে, তা অমানবিক। শুধু প্রহারই নয়, তারা ঘরবাড়ি ভাঙচুরও করেছে,” বলেন তিনি।

হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, “এটি দুঃখজনক এবং লজ্জাজনক একটি ঘটনা। পারিবারিক বিরোধের কারণে এমন হিংসাত্মক পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান চেষ্টায় আছি।”

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন