শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে পথ না থাকায় দশ পরিবার ঘরবন্দি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ এএম
ইসলামপুরে পথ না থাকায় দশ পরিবার ঘরবন্দি
expand
ইসলামপুরে পথ না থাকায় দশ পরিবার ঘরবন্দি

জামালপুরের ইসলামপুর পৌর এলাকার গাঁওকুড়া দর্জিপাড়া মহল্লায় চলাচলের সঠিক রাস্তা না থাকায় দীর্ঘদিন ধরে অন্তত দশটি পরিবার ঘরবন্দি হয়ে আছে।

স্থানীয়দের দাবি, প্রায় দুই দশক আগে মামুন ও মাসুম সিদ্দিকীর কাছ থেকে জমি কিনে তারা বসতবাড়ি নির্মাণ করেন। বহুবার জমির মালিকদের কাছে পথের ব্যবস্থা চেয়ে অনুরোধ করলেও সমাধান হয়নি। বরং সম্প্রতি মালিকরা চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ।

ভুক্তভোগী হাবুল জানান, প্রায় পনের দিন আগে টিনের বেড়া দিয়ে তাদের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে, প্রতিবাদ করলে মারধরের শিকার হতে হয়েছে।

শিরিনা আক্তার বলেন, তার প্রতিবন্ধী সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে এখন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

অভিযুক্ত জমির মালিকরা বলেন, তারা কাউকে রাস্তাবঞ্চিত করেননি। তাদের দাবি, জমি বিক্রির পর বাড়ির ভেতর দিয়েই লোকজন যাতায়াত করতে পারেন।

গত ২৪ আগস্ট ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা গেলে শিরিনা ও হাবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে শিরিনা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, বাদী ও বিবাদীরা তিন দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, ফলাফলের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন