শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই-আগস্টে শিক্ষার্থীরা জীবন দিয়ে ভোটের অধিকার আদায় করেছে: মোস্তাফিজুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
expand
মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই ও আন্দোলন চালানো হয়েছে, যার পথে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, “জুলাই-আগস্টে দেশের ছাত্র-জনতা আন্দোলনে নেমে আসে। হাজারো শিক্ষার্থী প্রাণ দিয়েছে, অনেকেই আজীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছে, তবু তারা ভোটের অধিকার ফিরিয়ে এনেছে।”

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটিই আমাদের তৃপ্তি। বিএনপি মানুষকে সম্মান করে, জনগণকে মর্যাদা দিয়ে পাশে থাকতে চায়। ভোটের মালিক জনগণ, তাই আমরা চাই জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে।”

সম্মেলনে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব তৈয়বুর রহমান মাস্টারের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম রহিম, সদস্য মঞ্জুরুল কবির মঞ্জু ও উপজেলা কৃষক দলের সভাপতি মতিউর রহমান বাবলু।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস নূরে আলম তালুকদার রুনু, উপজেলা বিএনপির সদস্য মাওলানা মো. আলাউদ্দিন, আব্দুল মান্নান, রেজাউল করিম মোহন মিয়া, হাসান আলী মুলে ও জিল্লুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং দুই দিনের মধ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন