শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি শাহীন, সম্পাদক পিন্টু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম
এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও জহুরুল ইসলাম পিন্টু
expand
এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও জহুরুল ইসলাম পিন্টু

জামালপুরের সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত আর.ডি.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুল বারেক। উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও গোলাম রব্বানী লিকু। সাধারণ সম্পাদক পদে লড়াই করেন জহুরুল ইসলাম পিন্টু ও আশরাফুল আলম।

ভোটে সভাপতি পদে এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লিকু পান ২৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে আশরাফুল আলম পান ২৬৫ ভোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন