রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে ৬ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান
expand
নিখোঁজ প্রবাসীর স্ত্রী-সন্তান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী মোছা. নাছরিন আক্তার (২০) ও তার দুই বছর বয়সী শিশু কন্যা বুশরা নিখোঁজ হওয়ার ৬ দিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর (সোমবার) স্বামীর বাড়ি থেকে নবীগঞ্জ উপজেলার বাবার বাড়ির উদ্দেশ্যে বের হন নাছরিন ও তার শিশু কন্যা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা সেখানে পৌঁছাননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

ঘটনার পর উভয় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

নিখোঁজের ৩ দিন পর, অর্থাৎ ২০ নভেম্বর (বৃহস্পতিবার) পরিবারের সদস্যরা বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আজ শনিবার (২২ নভেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত নাছরিন ও তার শিশুর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।

নিখোঁজ নাছরিনের পিতা নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি গ্রামের আ. হামিদ মিয়া বলেন, “মা-মরা মেয়ে আর নাতনি নিখোঁজ হওয়ার পর থেকে আমি খাওয়া-দাওয়া ছেড়ে পাগলপ্রায়। দ্রুত তাদের সন্ধান পেয়ে যেন আমাদের কাছে ফিরিয়ে আনে আইনশৃঙ্খলা বাহিনী—এই প্রত্যাশা করি।”

এ ছাড়া নাছরিনের মামা জিয়াউর রহমান তার ভাগ্নীর কোনো সন্ধান পেলে ০১৭৩৭-৫৩২৭৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

প্রবাসী নজরুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে নাছরিন শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দীর্ঘ সময় না ফিরলে এবং ফোন বন্ধ পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। ৬ দিন পার হওয়ায় পরিবারের উদ্বেগ আরও বেড়েছে। তারা দ্রুত উদ্ধার অভিযানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “জিডির ভিত্তিতে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত নাছরিন ও তার শিশুকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন