বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাহাড় কেটে মাটি উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
পাহাড় কেটে মাটি উত্তোলন করায় জরিমানা
expand
পাহাড় কেটে মাটি উত্তোলন করায় জরিমানা

অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে নবীগঞ্জে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনার কুড়াউরা এলাকায় উসমত উল্লাহর ছেলে ফুলর মিয়া অবৈধভাবে পাহাড় কেটে মাটি উত্তোলন করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান।

অভিযানকালে ফুলর মিয়াকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশিম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন