

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রেম ঘটিত বিরোধের জেরে ছুরিকাঘাতে সাদেকুজ্জামান চৌধুরী নামে এক যুবক নিহতের ঘটনায় প্রধান আসামি সাজিদ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত সাজিদ মিয়া (৬০) বানিয়াচং উপজেলার বলাকিপুর গ্রামের আছিম উল্লার পুত্র।
র্যাব জানায়, গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক নারীর সঙ্গে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে সাদেকুজ্জামানের ওপর হামলা চালানো হয়। এসময় সাজিদ মিয়া লোহার রড দিয়ে আঘাত করলে তার সহযোগী রামদা দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাদেকুজ্জামান কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে সাজিদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন