

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল (বেগমপুর) গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় বাবার হাতে খুন হয়েছেন মেয়ে পূর্ণিমা রাণী দাস (২৫)।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত পূর্ণিমা দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ জানায়, নিহত পূর্ণিমা রাণী ওই গ্রামের মতিলাল দাসের মেয়ে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, প্রায় ছয় মাস আগে স্বামীর সঙ্গে কলহের জেরে পূর্ণিমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তার স্বামী। পরে সম্প্রতি এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে কয়েক দিন পর বাড়িতে ফিরে আসে সে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনা ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, পূর্ণিমার বাবা মতিলাল দাস ধর্মপরায়ণ ব্যক্তি। মেয়ে সম্পর্কে এলাকায় কটূ কথা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার দুপুরে পূর্ণিমা ঘুমিয়ে থাকা অবস্থায় তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন মতিলাল। এরপর নিজেই চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন এবং বলেন—“আমি আমার মেয়েকে খুন করেছি, পুলিশে খবর দিন।”
পরে স্থানীয়রা খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাবাকে আটক করে। আহত অবস্থায় পূর্ণিমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি কামরুজ্জামান বলেন, “ঘাতক মতিলাল দাসকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো মামলা হয়নি। নিহতের মা থানায় এসে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
