শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৭ জনের সাজা ও জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম
বালু উত্তোলনে  সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ছবি: এনপিবি
expand
বালু উত্তোলনে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। ছবি: এনপিবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার বদরগাজী ও হলহরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম।

অভিযানে মোট সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দুইজনকে এক বছর করে এবং আরও দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন