শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিউমদায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
নবীগঞ্জের পানিউমদায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ড
expand
নবীগঞ্জের পানিউমদায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টানা দুইদিন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পানিউমদা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সিয়েনা কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে একই এলাকার পানিউমদা বাজারে আবারও ভয়াবহ আগুন লাগে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে পানিউমদা বাজারের একটি লেপ-তোষকের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দলও সহায়তায় অংশ নেয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এদিকে টানা দুইদিন অগ্নিকাণ্ডের ঘটনায় পানিউমদা বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় অবস্থিত সিয়েনা কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোম্পানির ভেতরে জমে থাকা ময়লা ও ঘাসে নিরাপত্তাকর্মীরা আগুন দিলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে নিরাপত্তাকর্মীদের থাকার ঘরসহ কোম্পানির ভেতরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় একটি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X