শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোটের জনসভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
expand
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিনের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে পরিবর্তনের গণজোয়ার সৃষ্টি হওয়ায় প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি দিশেহারা হয়ে সহিংসতায় জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমাদের ভাই-বোনেরা যখন দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ ও সভা করতে যাচ্ছেন, তখন তাদের ওপর হামলা চালানো হচ্ছে। শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারিকে নিষ্ঠুরভাবে নির্যাতন করে শহীদ করা হয়েছে। জাতীয় নির্বাচনী প্রচারণায় এই প্রথম বাংলাদেশে একজন জামায়াতে ইসলামীর নেতাকে শহীদ করা হলো।”

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে।” ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। এরপর হাট-বাজার, দোকানপাট ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও হামলা কারা করেছে, তা দেশবাসী জানে। সংখ্যালঘুদের হুমকি দেওয়ার ঘটনাও সবার সামনে ঘটেছে।”

সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসামি এমপি প্রার্থী মোহাম্মদ মহসিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক জোনায়েদ হাসান, জকসুর সাবেক ভিপি রিয়াজুল ইসলাম, সাবেক জিএস আব্দুল আলিম আরিফ, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম নুর ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা আমজাদ হোসেন আশরাফী, জাতীয় নাগরিক পার্টির বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক মো. মাইনুদ্দিন এবং খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মুফতি আতিকুর রহমান।

জনসভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X