শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
মামলার এজাহার
expand
মামলার এজাহার

হবিগঞ্জের মাধবপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মাহফুজা আক্তার নুসরাতের বিরুদ্ধে পাল্ট টাকা পাওনার প্রতারণার মামলা করেছেন অভিযুক্ত বিএনপি নেতা।

মাধবপুর থানার সুত্র জানান, বুধবার (২৮ জানুয়ারি) রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হরিধন দেবনাথকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহফুজা আক্তার নুসরাত অভিযুক্ত বিএনপি নেতার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ সময় জাহাঙ্গীর আলম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেন। একপর্যায়ে হঠাৎ একদিন তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, “ওই নারী একজন প্রতারক। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমিও তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছি, যা বর্তমানে মাধবপুর থানায় তদন্তাধীন রয়েছে।”

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, “দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্ম করে, দল তার দায় নেবে না। যেহেতু মামলা হয়েছে, আমরা আশা করছি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল মিয়া বলেন, “অবশেষে মামলা হওয়ায় আমরা সন্তুষ্ট। এখন আমরা চাই সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার।”

মাহফুজা আক্তার নুসরাতের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরিধন দেবনাথের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান বলেন, “আমরা উভয় পক্ষের মামলাই তদন্ত করেছি। আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুরু থেকেই আমরা ভুক্তভোগীকে আইনগত সহায়তা দিয়ে আসছি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X