শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে এক কোটি ৩০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম
আটক করা ভারতীয় চোরাচালান পণ্য
expand
আটক করা ভারতীয় চোরাচালান পণ্য

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, জিরা ও মশার কয়েল।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে বুধবার ভোর পৌনে ৬টার দিকে একটি কাভার্ড ভ্যান ট্রাক আসতে দেখে সেটিকে সংকেত দিয়ে থামানো হয়।

ট্রাকটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও মশার কয়েল উদ্ধার করা হয়। পরে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

অন্যদিকে একই দিন পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় ভোর ৪টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় ট্রাকটির বালুর নিচে বস্তাভর্তি অবস্থায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিরাগুলোও জব্দ করে বিজিবি। জব্দকৃত ভারতীয় চোরাচালানি পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সদা জাগ্রত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদক ও চোরাচালানের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X