শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজন আটক, ট্রাক্টর জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম
অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজন আটক
expand
অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজন আটক

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে গত রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছে চুনারুঘাট উপজেলা প্রশাসন, চুনারুঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিস।

অভিযানকালে উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় কৃষি জমির উপরিভাগ থেকে অবৈধভাবে মাটি কাটার সময় উলুকান্দি গ্রামের মৃত রহমত আলীর পুত্র সোহেল মিয়া (৩৫) এবং একই গ্রামের হাজী আছাব আলীর পুত্র সুমন মিয়া (৩২)-কে আটক করে চুনারুঘাট থানার একদল পুলিশ। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও অভিযানকালে অবৈধভাবে বালু ও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X