

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, নারী গণসংযোগকারীদের হিজাব নিয়ে টানাটানি কিংবা তাঁদের গায়ে হাত তোলার মতো কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। এ ধরনের দুঃসাহস দেখানো হলে ভয়াবহ পরিণতি ঘটবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার জেকে উচ্চ বিদ্যালয় মাঠে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের নারী গণসংযোগকারী মা-বোন ও কন্যারা শান্তিপূর্ণভাবে প্রতীকের প্রচারের জন্য মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। কিন্তু তাদের এই শান্তিপূর্ণ গণসংযোগে সন্ত্রাসী কায়দায় বাধা দেওয়া হচ্ছে, মেয়েদের গায়ে হাত তোলা হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ না করা হয়, যদি হিজাব নিয়ে টানাটানির দুঃসাহস দেখানো হয় তবে যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সক্ষমতা কারো থাকবে না।”
তিনি আরও বলেন, অতীতের লুণ্ঠন, দুর্নীতি ও বৈষম্যের বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে গিয়ে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। “একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয় সূচিত হলেও, দুঃখজনকভাবে স্বাধীনতার পর থেকে মানুষ বারবার হতাশ হয়েছে। শাসনের নামে শোষণ করা হয়েছে, অধিকারের কথা বলে বৈষম্য তৈরি করা হয়েছে,”বলেন তিনি।
মাওলানা মামুনুল হক অভিযোগ করেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ঘাম ঝরানো সম্পদের বড় একটি অংশ দেশে না রেখে দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী বিদেশে পাচার করেছে। তিনি এসব অবস্থা থেকে উত্তরণের জন্য ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।
জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হুসাইন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মো. মশিউর রহমান, হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর মাওলানা মুখলেছুর রহমান, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহ জাহান আলী, হবিগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমাদ নূরী, হবিগঞ্জ জেলা নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
