

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্যাসিস্ট ও স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটাতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান হবে। অতীতে দিনের ভোট রাতে হয়েছে, সংসদে গান-বাজনার মতো অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে। এসবের যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ফ্যাসিস্টদের চিরতরে কবর দিতে ‘হ্যা’ ভোটের পক্ষে রায় দিতে হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে গণভোটের প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মোরশেদ খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মাধবপুর উপজেলা শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা মাধবপুর উপজেলা পাবলিক লাইব্রেরির সংস্কারকাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
মন্তব্য করুন
