

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন জনপ্রিয় কওমি ভাবধারার ইসলামী বক্তা মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী।
সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ইসলামী বক্তা জানান, মুফতি তাহেরির জনপ্রিয়তা এবং নীরব সমর্থনের বিস্তার দেখে তিনি নিজেই বিস্মিত। একই সঙ্গে তিনি মুফতি তাহেরির বিজয় নিয়ে প্রকাশ্যে আশাবাদ ব্যক্ত করেন।
শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এম. ইসহাক আহম্মেদের একটি প্রশ্নের জবাবে মাওলানা শুয়াইব আহমদ আশরাফী মন্তব্য করেন জাতীয় নেতা (বিএনপির প্রার্থী) থেকে তাহেরী সাহেবের ভোট অনেক এগিয়ে।
তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে জানা গেছে, শুধু সুন্নী ঘরানার আলেমরাই নন, বিভিন্ন মতাদর্শের অনেক আলেমও মুফতি তাহেরির প্রতি সমর্থন জানাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে করে তার ভোটব্যাংক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে।
প্রসঙ্গত, মাওলানা কারী শুয়াইব আহমদ আশরাফী মাধবপুরে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক। এলাকায় তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত আলেম হিসেবে পরিচিত। কওমি অঙ্গনে ইসলামী বক্তা হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি তিনি বিএনপির নাম ব্যবহার করে অবৈধ বালি ব্যবসা, মাদ্রাসার কাজে বাধা প্রদান এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাওলানা শুয়াইব আহমদ আশরাফীর এই প্রকাশ্য অবস্থান মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির জন্য একটি ইতিবাচক ‘গ্রিন সিগন্যাল’ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আসন্ন নির্বাচনে তার অবস্থান আরও সুদৃঢ় করতে পারে।
মন্তব্য করুন
