বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বানিয়াচংয়ে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
বানিয়াচং উপজেলায় একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।
expand
বানিয়াচং উপজেলায় একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। বানিয়াচংয়ে এ ধরনের গ্রেনেড উদ্ধারের ঘটনা এই প্রথম, যা এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে ১৪ জানুয়ারি (বুধবার) বানিয়াচং উপজেলা সদর এলাকার ৩নং দক্ষিণপূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাড়া মহল্লায়। প্রবাসী মহিবুর মিয়ার বাড়ির পাশের একটি কৃষি জমিতে বাউন্ডারি নির্মাণের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে অস্বাভাবিকভাবে শক্ত একটি বস্তু ও শব্দ পান। পরে হাত দিয়ে মাটি সরিয়ে তারা একটি গ্রেনেডের অস্তিত্ব শনাক্ত করেন।

বিষয়টি জানাজানি হলে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন ও আশপাশের মানুষকে অবহিত করেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে প্রাথমিকভাবে বস্তুটিকে একটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করেন। খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়।

পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে গ্রেনেডটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ১৫ জানুয়ারি দুপুর ১১টা ৫০ মিনিটে উপজেলার ছিলাপাঞ্জা টেকনিক্যাল স্কুলের পাশে একটি খোলা জায়গায় সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট (বোম স্কোয়াড) অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর সহায়তায় গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X