সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা মাহাদী হাসানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েনি পুলিশের পক্ষ থেকে।

হবিগঞ্জ ডিবি পুলিশ এর একটি টিম সন্ধ্যায় শায়েস্তানগরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে। এদিকে কি কারণে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয় জানতে সদর থানার সামনে অবস্থান নিয়েছে বৈছাআ নেতারা।

এর আগে শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন মাহাদী হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৪৬ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা আমরাই গভমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?’

এ সময় পাশ থেকে কেউ মাহদী হাসানকে ‘ভাই’ সম্বোধন করে থামাতে চাইলেও তিনি বলেন, ‘১৭ জন ভাই আমি জানিনা কাদের কি পরিচয়। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট, যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়াগঞ্জ থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X