

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজের উপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র শরীফ রহমান, অপু মিয়া, আদিয়াত হোসেন, আব্দুল হক মাহিন, ইমরান হোসেন, সজীব হাসান, সৌরভ আহমেদ, মোহাম্মদ আকিব রহমান, মাজহারুল ইসলাম রাফাত। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনাব আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সিয়াম মজুমদার ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লামিম।
বক্তারা অবিলম্বে হামলাকারী বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী, ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যেনো সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা করার সাহস না পায় সেজন্য হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জিল্লুর রহমান আযমী বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে নির্বাচনী বক্তব্য দেন। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজও ফেসবুকে লাইভ বক্তব্য দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান এবং সব রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে শ্রেণিকক্ষে এধরণের কর্মকাণ্ড না করার আহবান জানান। একারণে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠে।
সর্বশেষ গত ৮ ডিসেম্বর বানিয়াচং পুরাতন পশু হাসপাতালের পাশে নন্দীপাড়া সড়কে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীর নেতৃত্বে ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ একদল শিবিরকর্মী প্রতিবাদী সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে।
এব্যাপারে ঘটনার দিনই নাফিজের পিতা বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়।
মন্তব্য করুন
